Dark Mode
  • Monday, 23 December 2024
সাউথ আফ্রিকা করোনা নতুন ভ‍্যারিয়েন্ট।

সাউথ আফ্রিকা করোনা নতুন ভ‍্যারিয়েন্ট।

-সাউথ  আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট সনাক্ত হয়েছে।ওমিক্রন এক্সবিবি নামে নতুন একটি ভ্যারিয়েন্ট সনাক্ত হওয়ার পর জনমনে করোনা নিয়ে নতুন করে আতংক তৈরি হয়েছে।এক্সবিবি ভ্যারিয়েন্টটি ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে পাঁচগুন বেশি সংক্রমক এবং মৃত্যুর হারও বেশি বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার মেডিকেল এসোসিয়েশন। কোন ধরনের জ্বর এবং কাশি ছাড়া এক্সবিবি ভ্যারিয়েন্টটি একজন মানুষের শরিরে সহজে সংক্রমণ করে থাকে।জয়েন্টে ব্যথা,মাথাব্যথা,ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা,নিউমোনিয়া,ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া লক্ষণ থাকে একজন রোগীর। এই ভ্যারিয়েন্টে সংক্রমণের কারণে একজন রোগী মুহুর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে যায়।দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য অধিদফতর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। স্বাস্থ্য অধিদফতর তাই দেশের জনগণকে স্বাস্থ্য নীতিমালা মেনে চলতে অনুরোধ করেছেন।যেমন,জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, এমনকি খোলা জায়গায় ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, একটি ডাবল-লেয়ার মাস্ক পরুন, একটি উপযুক্ত মাস্ক পরুন, ঘন ঘন হাত ধুবেন, এমনকি প্রত্যেকের উপসর্গ না থাকলেও মাস্ক পরিধান করতে হবে।

হোম রিমিট একাউন্ট খুলতে যোগাযোগ করুন।

কামরুল ০৬০৫০৮১৪৫৭

আলম ০৬৭১৫৪২০৬৬

সাউথ আফ্রিকা করোনা নতুন ভ‍্যারিয়েন্ট।

Comment / Reply From